সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১২৩০/১-এস ও ১২২৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে মালিকবিহীন ৮টি ভারতীয় গরু আটক করা হয়। উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, “সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

