সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। সকালে গৃহকর্মী রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান, এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, ফরিদা বেগম (৪৫) এবং তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। ফরিদা বেগম তার দুই ছেলেকে নিয়ে সদর হাসপাতাল রোডে ভাড়া বাসায় থাকতেন। সকালে গৃহকর্মী ডাকাডাকি করেও সাড়া না পেলে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে মা-ছেলের গলাকাটা লাশ দেখতে পান এবং পাশে একটি রক্তমাখা দা পাওয়া যায়।
পুলিশ ও স্বজনদের তথ্যমতে, ঘটনাস্থলে ফরিদার আরেক বাসিন্দা নার্গিস বেগম অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও, ফরিদার বড় ছেলে ফয়সাল এবং নার্গিসের ছোট ভাই ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন না। সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

