একই পরিবারের ছয়জনের মর্মান্তিক মৃত্যু

আরো পড়ুন

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন এমারুল মিয়া (৪৫), তাঁর স্ত্রী পলি আক্তার (৩৫), এবং তাঁদের চার সন্তান—পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩), ও ফাতেমা আক্তার (৫)। গতকাল সোমবার মধ্যরাতে জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলে সাইফুল ইসলাম প্রথমে আগুন দেখতে পান এবং এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসতে বেশ সময় লাগে। এ সময় বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশের ধারণা, রাত ১২টার দিকে আগুন লাগে, কিন্তু অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়, এবং তদন্ত চলছে। উপজেলা প্রশাসন নিহতদের দাফনের জন্য অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ