যশোরে ব্যাংক থেকে টাকা নিয়ে পালানোর সময় বৃদ্ধকে গণপিটুনি

আরো পড়ুন

যশোরে রুপালী ব্যাংকের মধ্যে টাকা ছিনিয়ে কৌশলে এক লাখ টাকা নিয়ে পালানোর সময় আলমগীর কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করে গণপিটুনি দেয়া হয়েছে।

এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

আলমগীর কাজী ঝালাকাঠি জেলার নলছিটির ক্ষীরাকাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর শহরের বকচর করিম পাম্পের পেছনে মান্নান ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকেন।

বারান্দী মোল্লাপাড়ার নাজিম উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তিনি আরএন রোডের জেএস ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই প্রতিষ্ঠানের ৪ লাখ ৯৫ হাজার টাকা রুপালী ব্যাংকের জমা দেয়ার জন্য যান। দুপুর ১টার দিকে ব্যাংকের ভেতর টাকা মিল করার জন্য প্যাকেট থেকে বের করেন। সেই সময় এক ব্যক্তি বাম পাশে কিছু টাকা ফেলে বলে আপনার টাকা পড়ে গেছে। তিনি টাকা উঠাতে গেলে আসামি আলমগীর কাজী দুইটি ৫০০ টাকা বান্ডিল (একলাখ টাকা) নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি চিৎকার দিয়ে আশেপাশের লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন এবং ১ লাখ টাকা উদ্ধার করেন। সে সময় স্থানীয় লোকজন আলমগীর কাজীকে গণপিটুনি দেয়। পরে ব্যাংকের টাকা জাম দিয়ে তিনি পুলিশে সংবাদ দেন। পুলিশ আলমগীর কাজীকে আটক করে। তিনি পুলিশকে জানিয়েছে, তার সাথে ইব্রাহিম ও কালু নামে আরো দুইজন ছিলো। তারা পালিয়ে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ