ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে ঢাকাফেরত যুবকের মৃত্যু

আরো পড়ুন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসা কুড়িগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মাঈদুল ইসলাম (২৪)।

তিনি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুবক জ্বর নিয়ে গত ৪ দিন আগে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৬ জন।

অবশিষ্ট ১৬ জনের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরো তিনজন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) জাহাঙ্গীর আলম ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মাঈদুলকে গত সোমবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ