আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনী প্রচার- প্রচারণা মাঠে নেমেছে ইসলামী রাজনৈতিক দল জাকের পাটি।আগামী নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে,সকলের অংশ গ্রহণ মূলক নির্বাচনের দাবি জানায় জাকের পাটি চেয়ারম্যান মোস্তাফা আমীর ফয়সল মুজাদ্দেদী।শনিবার দুপুরে যশোরের ঐতিহ্যবাহী জেলা পরিষদ মিলনায়তনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জেলা কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি জাকের পাটির মহাসচিব শামীম হায়দার একথা জানায়।তিনি বলেন,দেশের উন্নয়নে ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে জাকের পাটি।বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতাকে নিজের ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ।প্রকৃত পক্ষে তারা কখনও ইসলামের অনুসারী নয়।অনেক কষ্টে ইসলামকে ধর্মকে প্রতিষ্ঠা করেছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ)।তাঁর পরে ইসলাম ধর্মকে প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন ওলি আউলিয়া, পীর মাশায়েখগণ ।জাকের পার্টি মহাসচিব আরও বলেন, বাংলাদেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে হবে।রক্ষা করতে হবে এই নিরীহ জাতিকে। স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে দেশকে। ইসলামের মানবিক সৌন্দর্য বিনষ্টকারী ষড়যন্ত্রীদেরপ্রতিরোধ করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পাটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ,যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, যুব- ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি মাওলানা শরিফুল ইসলাম সাইফী,ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ,ছাত্র- ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,যুব -সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোশেদ হাসান জামাল,মৎস্যজীবি -ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সিনিয়র ও যুব হিন্দু ভক্ত -ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব বণিক,শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ মোঃ নজরুল ইসলাম,বাস্তুহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ হাওলাদার,কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির,তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরী,জাকের পাটি যশোর জেলার সভাপতি হাজী মোঃ মহিদুল ইসলামসহ আর অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পাটি সদর উপজেলার সভাপতি কাজী ওমর ফারুক।স্বাগত বক্তব্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল বলেন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাইরে। তাই রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। ২০০৫ এবং ২০০৬ সালে জাকের পার্টি এ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়েছিল, প্রয়োজনে আবার সেভাবে জাকের পার্টি প্রতিরোধ গড়বে ইনশাআল্লাহ। যারা বোমা মেরে,মানুষ হত্যা করে, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশের বদনাম করতে চেয়েছিল। রক্তের হলি খেলায় মেতে উঠেছিল, তাদের আর দ্বিতীয় বার ফিরে আসতে দেয়া যাবে না।তিনি আরও বলেন, কোটি কোটি জনতার ভালোবাসার দল জাকের পার্টি। আমরা পেশাদার রাজনীতি করি না। চলমান রাজনীতির ধারায়ও বিশ্বাস করি না। সত্য আপন গতিতে বিকশিত হবে। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখতে পারে না,তেমনি ষড়যন্ত্রের জাল দিয়ে জাকের পার্টি কে ঢেকে রাখা যাবে না। দেশ ও জনগণের রক্ষায় জাকের পার্টি ছিল,জাকের পার্টি আছে,এবং জাকের পার্টি ভবিষ্যতেও থাকবে ইনশাহআল্লাহ।জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্রনেতা রবিউল ইসলাম রবি বলেন,জাকের পার্টি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ৭৩ বছরের জাকের পার্টি। তবে প্রকাশ হয়েছে মাত্র ৩৩ বছর আগে। জাকের পার্টির কোনো বিকল্প নেই। বিগত ৩০ বছরে জাকের পার্টির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু যারা জাকের পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে উল্টো তারাই ধ্বংস হয়েছে। যত দিন জনগনের উন্নয়নে কাজ করবেন, ততদিন পাশে আছি। তিনি বলেন, স্বীকার করতেই হবে বর্তমান সরকার দেশের অর্থনীতিকে ধরে রেখেছে।উন্নয়নের গতিধারা সমুজ্জল রেখেছে, যা প্রশংসনীয়। মনে রাখতে হবে শান্তি,সাম্য, ঐক্য ও প্রগতি ধরে রাখতেই হয়, যার সৃষ্টিতে আছে জাকের পার্টি।সন্মেলনে জাতীয় নেতৃবৃন্দসহ ১৫ সদস্য বিশিষ্ট জাকের পাটির কাউন্সিল ও পরিচালনা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।শান্তিকামী সকলকে বিশ্ব ওলীর (কুঃছেঃআঃ) মহাপবিত্র ৭ই সফর ২০২৩ইং এর আমন্ত্রণ জানানো হয় । বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গীবাদ বিস্তারের অপচেষ্টা হচ্ছে। কিন্তু তা করতে দেয়া যাবে না। তিনি বলেন, বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী ( কুঃছেঃআঃ) ইসলাম প্রচার করেছেন কোন রক্তপাত না করে।৩৩ বছর আগে রাজনীতির মুলধারায় আমরা আগমন করেছি। আমরা শান্তি ও কল্যাণের রাজনীতি করি। মানুষের টাকা আত্মসাৎ করি না।আর জাকের পাটির চেয়ারম্যান আমাদেরকে কখনও নোংরা রাজনীতির শিক্ষা দেন নাই।দেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে জাকের পাটির পতাকা তলে আসতে হবে।পরে দেশ ও জাতীয় কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

