ভারতে ৫ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্প

আরো পড়ুন

ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্প সংঘটিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) ভোরে এ কম্পন অনুভূত হয়েছে।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতীয় এ সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পৃথিবী পৃষ্ঠের ১২৯ কিলোমিটার নীচে। এটা জম্মু ও কাশ্মির অঞ্চলের গুলমার্গ থেকে প্রায় ১৮৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরের জুন থেকে জম্মু ও কাশ্মির অঞ্চলে বিভিন্ন তীব্রতার ১২টি কম্পন আঘাত হেনেছে।

এর আগে, গত জুলাই মাসে জম্মু ও কাশ্মিরের ডোডা জেলায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সে বার কম্পনের তীব্রতা ছিল ৪.৯।

গত ১৩ জুন ওই জেলায় আবার কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সে বার ভূ-কম্পনে ডোডা জেলার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল।

গত বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প হয়েছিল আন্দামান দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। কিছু দিন আগে, কম্পন অনুভূত হয়েছিল রাজস্থানে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও কম্পন অনুভূত হয়। দিল্লি ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছিল পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং জম্মু -কাশ্মির অঞ্চলে। সূত্র: ইন্ডিয়া টুডে

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ