যশোরে যাত্রীবাহী রূপসা পরিবহন উল্টে পাঁচ জন হতাহত হয়েছেন। দুর্ঘটনায় হেলপারের মৃত্যু ও বাসের চার যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১২ টার দিকে রূপদিয়া জামতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলপারের নাম জামাল হোসেন (৩৬)।
তিনি কেশবপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে। আহতরা হলেন অভয়নগর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল আবুল খায়ের ৬৬, একই উপজেলার পাখালিয়া গ্রামের মোহর আলী মোল্লার ছেলে শফিকুল (৪৫)
, যশোর সদরের বসুন্দিয়ার মৃত মোবারক মোল্লার ছেলে মেজবাউল (৬৪), মনিরামপুর উপজেলার কচিপুর গ্রামের জামশের আলীর ছেলে আবু সুফিয়ান (৩৬)
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী রূপসা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের হেলপার জামাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

