সরকারি চাকরিজীবীদের আরো কর ছাড় দিলো সরকার

আরো পড়ুন

নির্বাচনী বছরে সরকারি চাকরিজীবীদের আরো কর ছাড় সুবিধা দিলো সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার (১৯ জুলাই) প্রজ্ঞাপনে জানিয়েছে, এখন থেকে সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আরো যা পান, তার ওপর আর কর দিতে হবে না।

নতুন আয়কর আইনের আলোকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সরকারি কর্মচারীরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন। তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি বাড়লো।

এতদিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে, বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও করছাড়ের সুবিধা পেতেন তারা। চিকিৎসার জন্য মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর ছিলো না। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান।

তবে এনবিআরের নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক-তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরো আছে, বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ