বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেলো ৪ জনের

আরো পড়ুন

বগুড়ার আদমদিঘীতে দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক কামরাঙ্গীরচরের দাদন মিয়া, সহকারী সাইফুল ইসলাম, নওগাঁর সাপাহারের রকিবুল ইসলাম এবং অপর ট্রাকের মালিক ও চালক নওগাঁর দয়ালের মোড় এলাকার মোস্তাক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।

ঘটনার বিবরণে ওসি বলেন, একটি ট্রাক বিকল হয়ে মুরইল বাসস্ট্যান্ডের আগে খাড়ীর ব্রিজের কাছে দাঁড়িয়েছিল। ভোরের দিকে বিকল ট্রাকটি মেরামত করছিলেন মালিক ও চালক মোস্তাক আলী। ওই সময় ঢাকা থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক নওগাঁ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা মোস্তাকের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ