৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

আরো পড়ুন

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা নামের একটি ইন্দোনেশিয়ান জাহাজ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকরেজে জাহাজটি ভেড়ে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি পানাগিয়া কানালা।

পরে বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের ১১ নম্বর অ্যাংকরেজে জাহাজটি ভিড়েছে। দুপুর ১টা থেকে আমদানি করা কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। জাহাজের খালাস করা কয়লা পরিবহন করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।

এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ