খুলনায় কাগজের গুদামে লাগা আগুন নিভেছে। তিন ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ৯টার নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার রাজমহল ফুডকোটের বিপরীতে অবস্থিত গুদামটিতে আগুন লাগে। পরে টুটপাড়া, বয়রা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা নাদিম হাসান জানায়, রাত ৯টার দিকে রাজমহল ফুডকোর্টের বিপরীত পাশের একটি পলিথিন ও কাগজের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা। ব্যবসায়ী ও তাদের স্বজনরাও ঘটনাস্থলে ছুটে যান। উৎসুক জনতার ভিড় ঠেকাতে একপর্যায়ে সোনাডাঙ্গা সড়কটির দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

