বাগেরহাটে নিজ বাসায় মিললো যুবকের মরদেহ

আরো পড়ুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নাঈম হাওলাদার (২১) নামে এক যুবকের নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাঈম দুবাই প্রবাসী খলিল হাওলাদারের একমাত্র ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে নাঈমের মা আসমা বেগম ফজরের নামাজ পড়তে ওঠেন। এসময় ছেলের শোবার ঘরে তাকিয়ে নাঈমকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। মায়ের চিৎকার শুনে অন্য কক্ষ থেকে তার দুই বোন ছুটে এসে নাঈমকে আড়া থেকে নিচে নামায়। পরে প্রতিবেশিরা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেল কিনে না দেয়ায় নাঈম অভিমান করে আত্মহত্যা করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ