টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ।
ধনবাড়ী থানার পরিদর্শক তদন্ত ইদ্রিস আলী জানান, সকালে ঢাকাগামী একটি বাস ধনবাড়ি উপজেলার ছাত্তারকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন আরো চারজন। পরে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

