যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।
রবিবার (২ জুলাই) তাকে ক্লোজড করা হয়।
এর আগে শনিবার (১ জুলাই) রাতে নাভারণ সাতক্ষীরা মোড়ে ওই সাংবাদিককে মারপিট করেন সার্জেন্ট রফিকুল ইসলাম। খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা।
সাংবাদিক আসাদুর রহমানকে মারধরকারী সার্জেন্ট পুলিশ রফিকুল ইসলামকে ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান হাশমি। তিনি বলেন, ঘটনার পরদিন ২ জুলাই তাকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

