নিজস্ব প্রতিবেদক | যশোর যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আশিকুজ্জামান আশিক (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক আশিকুজ্জামান উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের শাহ আলমের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত টহলের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে গোগা বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে আশিকুজ্জামানকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
লেঃ কর্নেল খুরশীদ আনোয়ার আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষায় এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

