যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ ও সোনামুখি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ রেবেকা সুলতানা পলি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমা রেবেকা সুলতানা পলি বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল মাস্টারের কন্যা এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাগরের ছোট বোন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
একজন আদর্শ শিক্ষিকা হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত প্রিয় ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বাহাদুরপুর ইউনিয়নসহ সোনামুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে অনেকেই তার বাসভবনে ভিড় করেন।
স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, “আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।”
মরহুমার জানাজা ও দাফন সম্পর্কে পারিবারিক সূত্র থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
শার্শায় সোনামুখি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার অকালে মুত্যু

