যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ জুলাই) বিকেলে নাভারণ দক্ষিণপাড়া মাঠের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পরশ হোসেন (১৩) বেলেরমাঠ গ্রামের মহাসিন হোসেনের ছেলে। সে ইয়াকুব ভুঁইয়া শিশু একাডেমির ৫ম শ্রেণির ছাত্র এবং সৈকত হোসেন (১৩) একই এলাকার সাগর হোসেনের পুত্র। সে যশোরের একটি মাদরাসায় অধ্যায়নরত ছিল। তারা দুইজন সম্পর্কে খালাত ভাই।
স্থানীয়রা জানান, মাঠে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিলো পরশ ও সৈকত। খেলা শেষে তারা পুকুরে গোসলে নামে। সেখানেই ডুবে মারা যায়।
বেলেরমাঠ এলাকার বাসিন্দরা জানান, বাড়ি থেকে সাইকেল নিয়ে গোসলের উদ্দেশে বের হয় পরশ ও সৈকত। কী কারণে নিজ গ্রাম থেকে এত দূরে এসেছে তা তাদের বাবা-মায়ের কাছেও রহস্য। তবে ঘটনাস্থলের অদূরে একটি ফুফুর বাড়ি রয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

