আগামী ১২ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুলাই) বিকালে যশোর রেল স্টেশন জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আসাদুজামান মিঠু।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলার সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি মিকাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, সদস্য সাজ্জাদ গনি খান রিমন, নুর ইমাম বাবুল, প্রদীপ দাস, ইমাম হাসান সাগর, যশোর সদর উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন ও সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, যশোর পৌর কমিটির আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক শেখ মোঃ ইব্রাহিম ও শাহজাদা নেওয়াজ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান ও বাবলু মিয়া, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফফার, বাঘারপাড়া উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান তিব্বত, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ মানিক, মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম বিশ্বাস।
এ সময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ১২ তারিখের এই সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

