রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায়, প্রাণ গেলো ৯ জনের

আরো পড়ুন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বেশ কয়েকটি হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৪ জন।

স্বেচ্ছাসেবক দল ও জরুরি উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, গতকাল রোববার রাতে ইদলিবের জিসর আল-শুঘর শহরের একটি সবজি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

একটি স্থানীয় পর্যবেক্ষক দল বলেছে, রাশিয়ার দুটি এসইউ-২৪ এস যুদ্ধবিমান থেকে ইদলিব শহর, বেনিন শহর এবং আল-আরবিন পর্বত এলাকায় অন্তত পাঁচটি হামলা চালানো হয়েছে। অন্যদিকে এসইউ-৩৪ নামেক আরেকটি যুদ্ধবিমান থেকে জিসর আল-শুঘরের সবজি বাজারে হামালা চালানো হয়েছে।

রেদা হায়শিদ নামের একজন ২১ বছর বয়সী সবজি বিক্রেতা আল জাজিরাকে বলেন, আমরা বাজারে কাজ করছিলাম। হঠাৎ আমাদের ওপর আকাশ থেকে হামলা হয়। মুহূর্তে জায়গাটি রক্তের পুকুরে পরিণত হয়েছিল।

সিরিয়া সিভিল ডিফেন্সের পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ ইয়াজজি বলেন, সম্প্রতি এই অঞ্চলে রুশ হামলা বেড়েছে। রুশ বাহিনী এখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করছে।

এদিকে রুশ সমর্থিত সিরিয়া বাহিনী দক্ষিণ ইদলিবের সারজা ও আল-রাভিহা শহরের উপকণ্ঠে এবং তুরস্কের সীমান্ত ঘেঁষে উত্তর-পশ্চিম সিরিয়ার কিছু অংশে টানা ছয় দিন বোমাবর্ষণ করছে বলে জানা গেছে। হতাহত হয়েছে অনেক বেসামরিক মানুষ। তবে প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

দামেস্ক ও মস্কো বরাবরের মতোই দাবি করেছে, তারা শুধুমাত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেই হামলা করে করে। কোনো বেসামরিক স্থাপনা বা ব্যক্তি তাদের লক্ষ্য নয়।

একটি ফিল্ড অপারেশন ম্যানেজার ওবাইদা দানদাউস বলেন, আমরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানাই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ