মাছ ধরতে গিয়ে খালে ডুবে যুবকের মৃত্যু

আরো পড়ুন

সিলেটের বিয়ানীবাজারে খালে ডুবে আলী রাজা (৩৫) নামের বাক প্রতিবন্ধী আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘোঙ্গাদি নোয়া গাও এলাকার মৃত আশিক আলীর ছেলে। আলী রাজা তিন সন্তানের বাবা।
স্বজনরা জানান, নিহত আলী রাজা দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং সে বাকপ্রতিবন্ধী।

শুক্রবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় চাচাতো ভাইয়ের সঙ্গে নিজ এলাকার পাশে একটি খালে তিনি মাছ ধরতে যান।

শনিবার (২৪ জুন) সকালে তার চাচাতো ভাই কিছু মাছ বিক্রি করতে বাজারে আসেন। আর আলী রাজা নৌকায় বসেই মাছ ধরতে থাকেন। মাছ বিক্রি করে আলী রাজার চাচাতো ভাই ঘণ্টা খানেক পর আনুমানিক সকাল ১১টায় গিয়ে দেখেন আলী রাজা নৌকায় নেই।

পরে তারা খোঁজাঁখুজি করে না পেয়ে বিয়ানীবাজার থানায় খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শনিবার দুপুর আনুমানিক ১টার সময় তার লাশ উদ্ধার করে।

স্বজনদের ধারণা আলী রাজা মৃগী রোগে আক্রান্ত হওয়ার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।

মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন, নিহত আলী রাজা শুক্রবার রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সে আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

তিনি জানান, সবার ধারনা শনিবার সকালে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তবে তার মৃত্যু নিয়ে কারোর ওপর পরিবারের কোনো অভিযোগ নেই।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী রাজার লাশ উদ্ধার করে এবং বিধি মোতাবেক প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। প্রাথমিক সুরতহালে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ