যশোরে সেনাপ্রধানের গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন 

আরো পড়ুন

যশোরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে এই মহড়া পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যতগুলো প্রশিক্ষণ করে, সবচেয়ে কঠোর প্রশিক্ষণ হচ্ছে এই গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ। কেননা গ্রীষ্মকালের প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত দুর্গম এলাকায় কঠোর অপারেশন পরিচালনা হয় এই প্রশিক্ষণে। যাতে ভবিষ্যতে যেকোনো যুদ্ধের মুখোমুখি হতে হলে সঠিকভাবে সক্ষমতা প্রদর্শন করতে পারি।

তিনি বলেন, এই প্রশিক্ষণে যেসব অফিসার ও সৈনিকরা কষ্ট করছেন, তারা কী প্রশিক্ষণ নিচ্ছেন সেটা দেখতেই পরিদর্শনে আসা।

পরিদর্শনকালে সেনাপ্রধান প্রশিক্ষণ ক্যাম্প ঘুরে দেখেন এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন।

এসময় যশোর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ