যশোরের চৌগাছায় মুকুট ঢালী ফ্যামিলি পার্ক থেকে গাঁজাগাছসহ এর মালিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের বাজারের পাশে মুকুট ঢালী ফ্যামিলি পার্ক থেকে তাকে আটক করা হয়। এসময় দুটি গাঁজাগাছসহ বহুল সমালোচিত ও একই গ্রামের বাসিন্দা মুকুট ঢালী নামের পার্ক মালিককে আটক করে র্যাব-৬।
এসময় আটক মুকুট ঢালী বলেন, গাছগুলো দেখতে বেশ সুন্দর। গাছগুলোর সৌন্দর্যের কথা ভেবে, আমি না চিনে গাছগুলোকে পরিচর্যা করেছি।
স্থানীয়রা বলেন, মুকুট ছোট থেকে বাইরে থাকলেও হঠ্যৎ দুই এক বছর যাবৎ এলাকা আসা-যাওয়া শুরু করেন। গড়ে তুলেছেন নিজের নামে পার্ক ও স্কুল।
র্যাব-৬ এর যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান বলেন, মুকুট কয়েক মাস আগে পার্কের ভেতরের বাগানে অন্যান্য গাছের সঙ্গে গোপনে চার-পাঁচটি গাঁজা গাছ রোপণ করেন। এর মধ্যে দুইটি গাঁজাগাছ বেঁচে আছে। সেই গাছ দুটিকে তিনি নিয়মিত পরিচর্যা করে বেশ বড় করে তুলেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, পরে র্যবের একটি আভিযানিক দল গাছ দুটিসহ মুকুটকে আটক করে। এ বিষয়ে চৌগাছা থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে।

