বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৯ ক্যাটাগরির স্থায়ী পদে ৯ম থেকে ২০তম গ্রেডে মোট ১৮ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১৬ জুলাই বিকাল চারটা পর্যন্ত।
১. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ৪
গ্রেড: ৯
যোগ্যতা: ব্যাচেলর অব ফার্মেসিতে (বি.ফার্ম) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
২. পদের নাম: সহকারী নিবন্ধক
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
যোগ্যতা: ব্যাচেলর অব ফার্মেসিতে (বি. ফার্ম) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
৩. পদের নাম: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
যোগ্যতা: ব্যাচেলর অব ফার্মেসিতে (বি. ফার্ম) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
৪. পদের নাম: সহকারী পরিচালক (আইটি)
পদসংখ্যা: ১
গ্রেড: ৯
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে।
৫. পদের নাম: আইটি কর্মকর্তা
পদসংখ্যা: ৩
গ্রেড: ১০
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম: উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
যোগ্যতা: বাণিজ্য শাখায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষণ কাজে অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার কম্পোজের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
৮. পদের নাম: ডেসপাস রাইডার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১৫ জুন ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর তা সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের ফরমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, রাহাত টাওয়ার (পঞ্চম তলা), ১৪ লিংক রোড, পশ্চিম বাংলামোটর, ঢাকা-১০০০।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

