সাতক্ষীরা জেলার কলারোয়ায় উষা খাতুন (২০) নামের এক নববধু বিয়ের দিন সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৮ জুন) সন্ধ্যায় কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অপরদিকে, উষা খাতুনের স্বামী সুমন হোসেন উপজেলার ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) অনীল মুখার্জি বলেন, উষা খাতুনের রবিবার দুপুরে সুমন নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। আনুষ্ঠানিকভাবে বাড়িতে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সুমন তার নব বিবাহিতা স্ত্রী উষাকে তার বাবা বাড়ি রেখে যায়। সন্ধ্যায় উষা তার দাদির সঙ্গে সামান্য বিতর্ক জড়ায়। এরপর নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা থানাতে খবর দেয়। ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, আত্মহত্যার সঠিক কারণ নিহতের স্বজনরা বলতে পারছে না। তবে ধারণা করছে উষার মনের বিরুদ্ধে বিয়ে হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আরও তথ্য জানানো সম্ভব হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার দুপুরে রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে উষা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর সুমনের বিয়ে হয়। বিয়ের পর উষা তার বাবার বাড়িতে থেকে যায়। রবিবার সন্ধ্যায় উষা তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের স্বজন ও প্রতিবেশীদের ভাষ্যমতে, স্বামীকে পছন্দ না হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তাছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

