জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক সাধারণ সম্পাদক ওহাব উজ্জামান ঝন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস। অনুষ্ঠান সঞ্চলনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রায় সময় গণমাধ্যমকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইউপি চেয়ারম্যান বাবুসহ সকলকে আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

