লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কে মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
শনিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার সময় শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কালিগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের শহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) এবং একই গ্রামের আজির আলীর ছেলে শাহ আলী (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে যায়। তারা ব্রিজের ওপরে মোটরসাইকেলে টিকটক করতে থাকে। এসময় বুড়িমারীগামী মালবাহী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার পড়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান কালিগঞ্জ থানার ওসি।

