বাগেরহাটে কিশোরের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

বাগেরহাটে নিখোঁজের ২০ ঘণ্টা পর রাব্বী খান (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ জুন) দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় রাব্বির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত রাব্বী খান নাটই খালী গ্রামের হেদায়েত খানের ছেলে ও স্থানীয় এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, শনিবার দুপুরে প্রচণ্ড তাপদাহে রাব্বীসহ তার চার বন্ধু বাড়ির পাশের খালে গোসল করছিল। দীর্ঘ সময় ধরে গোসলের পর অন্য বন্ধুরা বাড়িতে চলে আসলেও রাব্বীকে আর পাওয়া যায়নি। বন্ধুরা মিলে খালের পাড়ে থাকা একটি গাছ থেকে লাফিয়ে পানির মধ্যে পড়ছিল কয়েকবার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এক সাথে গোসল করতে নামা বন্ধু ও অন্যান্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ