পূর্বশত্রুতার জেরে রাজমিস্ত্রিকে হাতুড়িপেটা, কুপিয়ে হত্যা

আরো পড়ুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (০৪ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম সালাম মৃধা। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। বাড়ির পাশের এক প্রতিবেশীর সাথে মেহেদির বিরোধ ছিল। এ ব্যাপারে মামলাও চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন মেহেদি। পরে রাত ১০টার দিকে পার্শ্ববর্তী রায়পুর এলাকায় অবস্থিত হেলাল মিয়ার মুরগির ফার্মের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, বিদ্যুৎ না থাকায় রাত ৯টার দিকে বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বের হন। বাড়ির পাশে সাঈদের সঙ্গে তাদের বিরোধ ছিল। তারা আমাদের নামে মামলা করেছে। তারাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, শরীরের বিভিন্ন স্থানে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ