স্বামীকে হত্যার পর ৬ টুকরা : অভিযুক্ত স্ত্রী ও ইমামের বিচার শুরু

আরো পড়ুন

রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টসকর্মী আজাহারুল ইসলামকে খুনের মামলায় অভিযুক্ত তার স্ত্রী আসমা আক্তার এবং মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে আজ রবিবার চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

এদিন দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টসকর্মী আজাহারুল ইসলামকে হত্যার পর মরদেহ ছয় টুকরা করে সরদার বাড়ির জামে মসজিদের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহত আজাহারুলের ভাই হাসান বাদী হয়ে ২৬ মে দক্ষিণখান থানায় মামলা করেন। মামলায় নিহতের স্ত্রী আসমা ও ইমাম আব্দুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন পুলিশ। চার্জশিটে তিনি আসমার ৩ বিয়ে, অনৈতিক সম্পর্ক ও স্বামীকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ