কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে, মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন অভিযুক্ত পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্রকে আদালতে হাজির করেন এবং তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালত এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তাদের গ্রেফতার সংক্রান্ত প্রক্রিয়া অনুযায়ী, সোমবার তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে, তাদের পিবিআইতে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত ১৬ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের মধ্যে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।
আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এই হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবার এবং সুশীল সমাজের পক্ষ থেকে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

