বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আরো পড়ুন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে, এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মসজিদের গেটের ভেতরে এই সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন। কিন্তু মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অস্বীকার করলে সংঘর্ষের সূচনা হয় মুসল্লি ও সাবেক খতিবের সমর্থকদের মধ্যে। সংঘর্ষ চলাকালীন মসজিদের ভেতরে ভাঙচুর করা হয় এবং দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

এ পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করতে বাধ্য হন।

আরো পড়ুন

সর্বশেষ