স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আরো পড়ুন

আমেরিকার দেশ এল সালভাদরেতে ফুটবল খেলা দেখতে গিয়ে ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় শতাধিক আহত হয়েছেন।

শনিবার (২০ মে) এল সালভাদরের জনপ্রিয় দুই ফুটবল দল আলিয়াঞ্জা ও এফএএসের খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। তাদের সকলের বয়স ১৮ বছরের বেশি। এই ঘটনার পর বাতিল করা হয় ম্যাচটি।

স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। খেলা দেখতে দর্শকদের ভীড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমন ঘটনা ঘটে।

ম্যাচ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভুয়া টিকিট বিক্রির কারণে দর্শকের চাপে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল বলেছেন, ‘প্রত্যেককেই তদন্তের মুখোমুখি হতে হবে। ক্লাব, দলের ম্যানেজার, স্টেডিয়াম কর্তৃপক্ষ, বক্স অফিস, লিগ ফেডারেশন; সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। দোষীদের সাজা নিশ্চিত করা হবেই।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ