প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আজমিন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ১৫৮, ওহাব কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
তিনি জানান, ‘আমরা তার স্বজনের কাছ থেকে জানতে পেরেছি নিহতের স্বামী থাইল্যান্ড প্রবাসী। পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে শনিবার দিবাগত রাতে স্বামীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবার জানিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

