অধ্যাপক সাংবাদিক মো. মসিউল আযম’র লেখা বই ‘কাজী নজরুল ইসলাম কলেজের ইতিবৃত্ত’ উদ্বোধনী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে।
শনিবার সকালে যশোর প্রেস ক্লাব অডিটরিয়ামে যশোর কাজী নজরুল ইসলাম কলেজের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অধ্যপক কাজী শওকত শাহী প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
লেখাক মসিউল আযম বলেন, করোনা কালিন সময়ে এ বইটি লেখা হয়েছে। করোনার সময় ঢাকাতে বন্ধির মতো ছিলাম। ঠিক এ সময়টা কাজে লাগায়। বইটির মধ্যে শিক্ষানীও বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু বইটি প্রকাশ না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি ছিলো না। এই বইটি বের হওয়ার পরে আমার মনে শান্তি পাচ্ছি।
অনুষ্ঠানে ঝিনাইদাহ জেলা কালীগঞ্জ উপজেলার সরকারী মাহতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এ ছাড়াও বক্তব্য দেন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মুবিন, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযেদ্ধা অ্যড. সালেহা বেগম। অনুষ্ঠান উপস্থাপনা করেন নজরুল ইসলাম বুলবুল।

