গাঁজার চালান ডেলিভারি দেওয়ার নড়াইলের লোহাগড়ায় এসেছিল দুই বন্ধু। বাগেরহাট জেলার চিতলমারী থেকে এসে মাদক কারবার করার সময় দুই বন্ধু ধরা পড়েন পুলিশের হাতে।
শনিবার (২০ মে) বিকালে নড়াইলের লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দুই বন্ধুকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের চিতলমারী থানাধীন শ্যমপাড়া গ্রামের ঠাকুর দাস মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৫) এবং একই থানার খরমখালী দক্ষিণ পাড়া গ্রামের মৃত পুলিং বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)।
ওসি মো. নাসির উদ্দীন বলেন, শনিবার বিকালে লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে বলে সংবাদ পায় পুলিশ। ওই সময় পুলিশের অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার হয় এবং মাদক কারবারিরা আটক হন। এছাড়া আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
পরে জিজ্ঞাসাবাদের সময় আসামিরা জানান, ডাবের ব্যবসায় লাভ হচ্ছিল না, তাই দুই বন্ধু ডাবের ব্যবসার পাশাপাশি মাদক কারবারিতে নামেন।

