ফেসবুক আত্মহত্যার স্ট্যাটাস নারীর, উদ্ধার করলো পুলিশ

আরো পড়ুন

আত্মহত্যার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এক নারী। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শনিবার বিকেলে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। তিনি কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আত্মহত্যার খবরটি ফেসবুকে দেখার পর তাৎক্ষণিকভাবে ওই নারীকে শহরের হাসপাতাল পাড়ার বাড়ি থেকে থানায় আনা হয়। আগে ওই নারীর দুই জায়গায় বিয়ে হয়, কিন্তু সংসার টেকেনি। তার এক সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ হলে দুঃশ্চিন্তা থেকে এই পোস্ট করেছেন তিনি।

জাকিয়া ফেরদৌসি নামের ফেসবুক আইডিতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য এই ছেলে দায়ী৷ আমি আমার মেয়েকে আগে হত্যা করব, তারপরে নিজে বিষ খেয়ে মরব। এই ছেলে আমার কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করছে, সংসার করতে চায় না। এই ছেলের নাম সাজু, সাজ্জাদুর রহমান। এখন সে পলাতক। আমার সোনাদানা, এমনকি আমার মায়ের সোনা দানা পর্যন্ত আত্মসাৎ করছে। আজকেই আত্মহত্যা করব।

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ওই নারীকে থানায় আনা হয়েছে। মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসে খবর দেয়া হয়েছে। তারা এলে তাকে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ