কাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে

আরো পড়ুন

আগামীকাল শনিবার (২০ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা বন্ধ থাকবে। এ সময়ে মহাসড়কে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় পদচারী সেতুর বিম স্থাপনের কথা রয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ তথ্য জানিয়েছে।

সওজ সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, গত শনিবার (১৩ মে) পথচারী সেতুর বিমটি স্থাপনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে কাজ স্থগিত করা হয়েছিল। আগামীকাল শনিবার বিমটি স্থাপনের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হয়েছে।

সওজের এই প্রকৌশলী আরো বলেন, এদিন ভোরে বিমটা স্থাপন করা হবে। তাই ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, জনদুর্ভোগ এড়াতে পুলিশের পক্ষ থেকে নির্ধারিত সময়ে জনবল বাড়িয়ে বিম স্থাপনের কাজ দ্রুত সময়ে শেষ করার জন্য বলা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ