নড়াইলের লোহাগড়ায় ২ মাদক কারবারিকে জেল-জরিমানা করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২ মে) রাতে লোহাগড়া পৌর এলাকায় মদিনাপাড়ার একটি ভাড়া বাসা থেকে ওই দুইজনকে গাঁজা ও ইয়াবা সেবনের সামগ্রীসহ গ্রেফতার করা হয়। পরে তাদের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রেফতার ২মাদক কারবারি হলেন—লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত বাবু মোল্লার ছেলে আশরাফুল মোল্যা (৫০) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পিংগুলিয়া গ্রামের হাসানুর শেখের ছেলে সিজান শেখ (২০)।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহারিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া পৌর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় মাদক সেবনের দ্রব্য সামগ্রীসহ আশরাফুল মোল্যা এবং তার কাছ থেকে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ থেকে ইয়াবা ক্রয় করতে আসা সিজান শেখকে গ্রেফতার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আশরাফুল মোল্যাকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, এবং সিজান শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন।

