গোপনে ভিডিও ধারণ, আতঙ্কে এক গ্রামের নারীরা!

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপার শাপখোলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারণ করা হচ্ছে নারীদের ভিডিও। খোলা জানালার ফাঁক দিয়ে বা পর্দা সরিয়ে ঘুমে থাকা গৃহবধূ-মেয়েদের ভিডিও করা হচ্ছে। এ ধরনের অনৈতিক কাজের দ্রুত সুরাহা চান গ্রামবাসী।

সাপখোলা গ্রামের ফেরদৌস বলেন, গত ঈদের দিন রাতে (২২ এপ্রিল) তিনি মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ঘরে আলো দেখে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন ঘরের লাইট বন্ধ আছে। এরপর তিনি লক্ষ্য করেন জানালা ফাঁক দিয়ে মোবাইলে ছবি তোলার চেষ্টা চলছে। তখন তিনি সজাগ হয়ে যান। এ সময় ওই আলো লক্ষ্য করে আঘাত করেন ফেরদৌস। ওই যুবকের হাত থেকে মোবাইল পড়ে যায়। আঘাত দেওয়ার পর হাত ধরতে গেলে মুহূর্তে হাত ছাড়িয়ে নিয়ে মোবাইল ফেলে পালিয়ে যায় ওই যুবক।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের প্রধান ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, আমাদের কাছে গ্রামবাসী মোবাইল জমা দিয়েছে। এ ব্যাপারে খুব জোরালোভাবে কাজ করা হচ্ছে। খুব শিগগিরই এ ব্যাপারে খবর দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান, মোবাইলে এই ধরনের আপত্তিকর ছবি ও ভিডিও ছাড়া আর কোনো কিছু পাওয়া যায়নি।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরাও এ ব্যাপারে কাজ করছি। তবে থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি খুবই সেনসিটিভ। ঘটনাটি খুবই আপত্তিকর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ