হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রফতানি

আরো পড়ুন

আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সোমবার (১ মে) সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন চলন্ত বলেন, আজ আন্তর্জাতিক মে দিবস সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রফতানি চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের (ওসি) শেখ আশরাফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও অন্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ