যশোরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) রাত ২টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানাধীন শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে ৭৮ কেজি গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শালতা গ্রামস্থ কাতলা কুড়োর বিলের মধ্যে দিয়ে বহিলাপোতা গ্রাম হয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার দিকে যাবে। এমন সংবাদে রাত ২টার সময় শার্শা থানাধীন শালতা গ্রামস্থ কাতলা কুড়োর বিলে জনৈক ইশরাফ আলী (৬৫) এর ফাঁকা ধানী জমির মধ্যে অবস্থান করে।

রাত্র ৩ টার দিকে সময় ৪/৫ জন মাদক কারবারীকে ভারতের সীমান্তের দিক হতে কাধে বস্তা নিয়ে আসতে দেখে থামার সংকেত দিলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারীরা স্তা ফেলে দিক বিদিক ছুটাছুটি করে ডিহি গ্রামের দিকে পালিয়ে যায়।

অজ্ঞাতনামা মাদক কারবারীদের ফেলে যাওয়া ১০টি বস্তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে মোট আটাত্তর কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। এসআই খাঁন শাহাবুর রহমান স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দতালিকামূলে জব্দ করেন।

শার্শা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন জানান, অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য গাঁজার প্রকৃত মালিকদের সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা অব্যহত থাকবে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ