যশোরে কুখ্যাত চোর ধরা, বিপুল পরিমাণ মালামাল জব্দ

আরো পড়ুন

যশোরে হত্যা-ছিনতাই মাদক মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা গ্রিলকাটা চোরচক্রের প্রধান রাশেদুলকে (৩৬) আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শেখহাটি থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদুল শেখহাটি মোল্যা পাড়ার তোরাফ আলীর ছেলে।

এসময় তার কাছ থেকে উদ্ধার ৫১ বোতল ফেনসিডিল, বিভিন্ন কোম্পানির ৭১টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ডেবিড-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল জুয়েল ইমরান শনিবার বেলা সাড়ে ১২টায় কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, উপশহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করতে যেয়ে সিসি ফুটেজের ভিডিওর তথ্য অনুযায়ী কুখ্যাত ধুরন্ধর চোরকে শনাক্ত করতে সক্ষম হয়।

এক পর্যায় অভিযুক্ত আসামি রাশেদুলের সন্ধান পায় পুলিশ। গত গত শনিবার গভীর রাতে অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় বড় ধরনের চুরি-ডাকাতি সংঘঠিত কাজে ব্যাবহৃত বিভিন্ন সঞ্জামাদি উদ্ধার হয়।

রাশেদের বিরুদ্ধে থানায় হত্যা, দস্যুতা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

প্রেস ব্রিফিংয়ের সময় যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ