চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচন্ড ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, দুপুর ১২ টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। সেখানে টায়ারের গোডাউন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

