আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট পদে থাকাকালীন এই প্রথমবার ভারত সফরে আসছেন তিনি। জি-২০ সম্মেলনে অংশ নিতেই ভারতে যাবেন তিনি।
এ খবর জানিয়ে মধ্য ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত মার্কিন সহকারী সচিব ডোনাল্ড লু বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ২০২৩ সালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী কয়েক মাসে আর কী কী হয় তা নিয়ে আমরাও উৎসাহিত।
মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর দু’দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ। গত বছরের নভেম্বর থেকে জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। জি-২০ এর একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতে। তবে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।
জি-২০ এর সম্মেলনের বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর ভারতে এটাই তার প্রথম সফর হতে চলেছে।
এ বিষয়ে মার্কিন সহকারী সচিব জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বছর। ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে। জাপান জি-৭ সম্মেলনের আয়োজক। যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে এপিইসি। আমাদের কোয়াড সদস্যরা নেতৃত্বে উঠে আসছে। একের পর এক এ ধরনের সম্মেলন আমাদের আরও কাছে নিয়ে আসছে।
শুধু মার্কিন প্রেসিডেন্ট নন, চলতি বছর ভারতে আসছেন অনেক মার্কিন কর্মকর্তারাও। ফলে বিভিন্ন প্রেক্ষিতে দু’দেশের সম্পর্ক মজবুত হওয়ার সুযোগ রয়েছে চলতি বছর।

