সাতক্ষীরায় সড়কে ঝরলো দুইভাইয়ের প্রাণ, এলাকায় শোকের ছায়া

আরো পড়ুন

সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না দুইভাইয়ের।

শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে   ঘটনাস্থলে দুই ভাই ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) গুরুতর আহত হন। তারা তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে।  এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। আহত মিঠু  বাড়িতে চিকিৎসাধীন আছেন।

আহত মিঠু গাজী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা হতে বাড়ি ফেরার পথে তারা  দুর্ঘটনার কবলে পড়ে।  স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  শুক্রবার রাতে  চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যান। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথিমধ্যে রিফাত মারা যান। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  দুই ভাইয়ের লাশ শনিবার সকালে বাড়িতে পৌছেছে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র  দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ