যশোরে ৭০ লাখ টাকার সোনার বার উদ্ধার

আরো পড়ুন

যশোর জেলার বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৭০ লাখ টাকার সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ এপ্রিল) রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় গোপন অবস্থান নেয়। কিছু সময় পর একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ডাক দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। ওই মূহুর্তে তার সাথে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৯ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

উদ্ধার করা সোনার বার যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান আহমেদ হাসান জামিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ