আজও কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ

আরো পড়ুন

আজও কুষ্টিয়ার সঙ্গে খুলনা ও ফরিদপুর আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৯ এপ্রিল) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

গত শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

শ্রমিকরা জানান, সড়ক ট্রিপ নিয়ে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরে ঝামেলা চলছিল। এর জেরে গত ৫ এপ্রিল ঝিনাইদহের কালিগঞ্জে কুষ্টিয়ার গড়াই বাসের শ্রমিকদের মারধর করা হয়। এতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। দ্রুত বিষয়টি সমাধান না হলে সারাদেশের সঙ্গে বাস বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিকে শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া পরিবহন মালিক-শ্রমিকদের পাঁচ সংস্থার সমন্বয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে ধর্মঘট প্রত্যাহার বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহের কালীগঞ্জে গেলে আলোচনার এক পর্যায়ে ঝিনাইদহ মোটর শ্রমিকরা কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করে। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেফতার না করলে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ