ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

আরো পড়ুন

ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে এ রুটে সরাসরি বাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে ঝিনাইদহের সঙ্গে অন্যান্য সব জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তাই অনেকে কয়েকবার বাস পরিবর্তন করে কুষ্টিয়া যাচ্ছেন।

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন জানান, বেশকিছু দিন ধরে কুষ্টিয়া থেকে সরাসরি ফরিদপুরের বাসের নতুন ট্রিপ চাচ্ছে ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা। ঝিনাইদহের ট্রিপ দিলে কুষ্টিয়ার ট্রিপও বৃদ্ধির দাবি জানান কুষ্টিয়া মোটর শ্রমিক নেতারা। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

আরো বলেন, বিষয়টি নিয়ে গত ৫ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জে বাস মালিকরা বৈঠক করেন। তাতে কোনো সমাধান হয়নি। ট্রিপ না দেয়ায় কুষ্টিয়া বাস-মিনিবাস শ্রমিক নেতারা ফরিদপুর ও খুলনা রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।

এর আগে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধরের অভিযোগ উঠে। তবে বিষয়টি অস্বীকার করে শ্রমিক নেতা আশরাফুজ্জামান খোকন বলেন, শ্রমিকদের মারধরের কোনো ঘটনা ঘটেনি। কালীগঞ্জে বৈঠক হয়েছে বাসের মালিকদের, সেখানে শ্রমিকের মারধরের প্রশ্নই আসে না।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক পর্যায়ে আলোচনা চলছে। দ্রুতই এর সমাধান হবে বলে জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ