যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মার্চ মাসে ৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সাথে হ্যাকিংকৃত ফেসবুক আইডি, নগদ ও বিকাশে টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরীভুক্ত ৩৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ০৭ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে।
আর ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ১১ জন ভুক্তভোগীর নগদ/বিকাশের সর্বমোট এক লাখ চৌদ্দ হাজার চারশত পাঁচ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
এছাড়া যশোর কোতয়ালী থানার জিডি নং-১৯৮৮, তাং- ২৭/০২/২০২৩ মূলে নিঁখোজ ভিকটিম মায়মুনা মাজেত মেঘা (১৬) (ছদ্মনাম), যশোর চৌগাছা থানার জিডি নং-১২২৪, তাং- ২৫/০৩/২০২৩ মূলে নিঁখোজ ভিকটিম সুরাইয়া আরিফিন জুথি (১৪) (ছদ্মনাম)কে উদ্ধারে সহায়তা করা হয়েছে।

